১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চরফ্যাসনে ত্রাণ প্রতিমন্ত্রী

আ’লীগ সরকার দুর্যোগে মানুষের পাশে আছে

-

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে চরফ্যাসনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান। গতকাল বুধবার চরফ্যাসন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েকশ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাহায্য নিয়ে দ্রুত আপনাদের পাশে এসেছি। আওয়ামী লীগ সরকার যেকোনো দুর্যোগে আপনাদের পাশে আছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য কাজ করছেন। তিনি সবসময় আপনাদের খোঁজখবর রাখছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান।
উপজেলা প্রশাসন চরফ্যাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো: মোরশেদ, সাবেক মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাসন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।


আরো সংবাদ



premium cement