১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শিবির সভাপতি

-

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। গতকাল তিনি সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে উপহারসামগ্রী প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক উসামা রাইয়ান এবং সাতক্ষীরা শহর ও জেলা সভাপতিবৃন্দ।
তারা উপকূলীয় অঞ্চল সুন্দরবন সংলগ্ন রমজাননগর ইউনিয়নের গোলাখালী গ্রামে ত্রাণসামগ্রী প্রদান করেন এবং কৈখালী ইউনিয়নের ভেটখালী গ্রামে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন। এ ছাড়া বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন।
ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে তিনি বলেন, দুনিয়াতে সব বিপদ-মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। আবার আল্লাহ তায়ালার ইচ্ছাতেই বিপদ কেটে যায়। এর মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে থাকেন। তাই আমাদের উচিত বিপদে-মুসিবতে মহান আল্লাহর কাছেই ফিরে যাওয়া। তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করা। সাম্প্রতিক ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্গত এ বিশাল এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে ক্ষতি পূরণ করা একক কোনো সংগঠন বা ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়। ছাত্রশিবির আপনাদের কষ্টে সমব্যথিত হয়ে আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে এসেছে। একটা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রশিবির প্রধানত ছাত্রদের নিয়ে কাজ করে থাকে। এর পাশাপাশি দেশের যেকোনো ক্লান্তিলগ্নে সাধ্যের আলোকে সর্বোচ্চ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল