দশমিনায় পানিতে ভাসছে বিদ্যালয়ের বই
- দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
- ৩০ মে ২০২৪, ০০:০৫
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতটি ইউনিয়নের কাঁচা বসতঘর, গাছপালা ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতভর ঝড়ো হাওয়া, দমকা বাতাস ও ভারী বর্ষণের ফলে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের নিচতলা ডুবে গেছে। ভবনের নিচতলায় স্টোর রুমের মধ্যে স্তূপ করে রাখা নতুন বইগুলো পানিতে ভেসে গেছে।
জোয়ারের পানিতে তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী ফুঁসে ওঠায় উপকুলীয় এলাকার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। উপজেলায় বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কসহ যোগাযোগব্যবস্থাও ভেঙে পড়েছে। ফলে ওসব এলাকার মানুষ গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছে। পানিতে ডুবে রয়েছে পাগলা বাজার, সেন্টার বাজার ও চরশাহজালাল বাজারসহ কয়েকটি হাট-বাজার।
এ বিষয়ে চরবোরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজির আহমেদ সরদার বলেন, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকতে হয়। দীর্ঘ ১০ বছর ধরে বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারি আমলা ও রাজনৈতিক নেতাদের পেছনে ছুটেছি, কোনো কাজ হয়নি। তিনি আরো বলেন, স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হলে চরবোরহান ইউনিয়নের মানুষ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেত। এ দিকে উপজেলা সদরের দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠসহ ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেলেও দেখার কেউ নেই।