ধনবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৯ মে ২০২৪, ০১:২২
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের পুকুরে ডুবে উপজেলার ইউএনও’র নাজির লতা খাতুনের ছেলের মৃত্যু হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে।
ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, শিশুটির মা উপজেলা প্রশাসনের নাজির হিসেবে কর্মরত আছেন। শিশু আয়ান উপজেলা পরিষদে তার মায়ের কাছ থেকে ঘরে যাওয়ার কথা বলে বের হয়। পরে শিশুটি বাসায় না যাওয়ায় সবাই খুঁজতে থাকে। একপর্যায়ে উপজেলা পরিষদ ভবনের পেছনের বড় পুকুরের পাড়ে শিশুটির জুতা পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় পুকুরে শিশুটির লাশ
খুঁজে পায়।
পরে দ্রুত তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা