১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে বিশ^বিদ্যালয়ের শাটল ট্রেনে মিলল নবজাতকের লাশ

-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শুক্রবার বন্ধ থাকায় রাতের শাটল ট্রেন অনেকটাই ফাঁকা থাকে। শিক্ষার্থীও থাকে কম। আর সে সযোগটাই নিয়েছেন এক নারী। অজ্ঞাত নারীটি চবির রেলস্টেশন থেকে একটি বস্তা নিয়ে ট্রেনে উঠলেও ষোলশহর স্টেশনে আসার পর ট্রেন থামার সাথে সাথে বস্তা রেখেই উধাও হয়ে যায়।
কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিলেও আশপাশে কোথাও আর ওই নারীর আর দেখা মেলেনি। ফলে কৌতুহলবশত ট্রেনে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বস্তাটি খুলে একজন মৃত নবজাতককে দেখতে পান।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরীর বটতলী স্টেশনে দাঁড়ানো চবির শাটল ট্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে তথ্য পেয়ে বিশ্ববিদ্যালয় শাটলের ২২০৪ নং বগিতে নবজাতকের মৃতদেহটি পাওয়া যায়। বস্তায় আরো কিছু জিনিসের সাথে শিশুটি চাপা দেয়া অবস্থায় ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে শিক্ষার্থীদের দেয়া তথ্য মতে ওই নারীর খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


আরো সংবাদ



premium cement