বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
- বালিয়াডাঙ্গী (ঠাকুরগঁাঁও) সংবাদদাতা
- ২৬ মে ২০২৪, ০০:০৫
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই তমিজ উদ্দীন (৪৮) ও রবিউল ইসলামের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া বর্মোতল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা করিয়া বর্মোতল গ্রামের দবিজ উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে বড় ভাই তমিজ উদ্দিন সেচ পাম্পের বৈদ্যুতিক শটসার্কিট ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকলে ছোট ভাই রবিউল তার হাত ধরে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মেইন সুইচ বন্ধ করে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। পল্লীবিদ্যুৎ সমিতি বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের ইনচার্জ জানান, ঘটনাস্থলে একটি টিম সেখানে পাঠানো হয়।
গতকাল শনিবার দুই ভাইয়ের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাই বিবাহিত ছিলেন।
স্থানীয় ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা