কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- কুমিল্লা প্রতিনিধি
- ২৫ মে ২০২৪, ০০:০০
কুমিল্লায় স্ত্রী খালেদা আক্তারকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন স্বামী। এর দায়ে স্বামী মোজাম্মেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম্মেল হোসেন রাজু কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। ২০১৮ সালে আসামি মোজাম্মেল হোসেন রাজু খালেদা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। রায় ঘোষণাকালে মোজাম্মেল হোসেন রাজু আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন আমরা আশা করছি উচ্চ আদালত ওই রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা