১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সিংগাইরে ইউপি সচিব ও মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

অর্থ দিয়েও মেলেনি গর্ভকালীন ভাতা কার্ড

-

অর্থ দিয়ে গত এক বছরেও মেলেনি গর্ভকালীন ভাতা কার্ড। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদ সচিব সেলিম মোল্লা ও ৬নং ওয়ার্ড মেম্বার আজাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ওই ইউনিয়নের আটকুড়িয়া গ্রামের সুজন টিকাদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত এক বছর আগে অন্তঃসত্ত্বা ঝুমা সরকারের গর্ভকালীন ভাতার জন্য বলধারা ইউনিয়ন পরিষদে আবেদন করা হলে ৬নং ওয়ার্ড মেম্বার আজাদ আমাদের কাছ থেকে তিন হাজার টাকা এবং ইউপি সচিব সেলিম মোল্লা দুই হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ভাতা কার্ড না পাওয়ায় গত ২০ মে মঙ্গলবার ইউপি সচিব সেলিম মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি কার্ড পেতে আরো ৭-৮ মাস সময় লাগবে বলে জানান। অভিযোগে সুজন টিকাদার বলেন, সচিব সেলিম মোল্লা ও আজাদ মেম্বার ঝুমাকে কার্ড না দিয়ে আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে আমি জড়িতদের বিচার দাবি করছি।
বলধারা ইউনিয়ন পরিষদ সচিব সেলিম মোল্লা বলেন, গত ডিসেম্বর মাসে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তার মাতৃত্বকালীন কার্ড চূড়ান্ত করা হয়েছে। কার্ডের জন্য কোনো টাকা-পয়সা নেয়া হয়নি। আজাদ মেম্বার বলেন, ঝুমা সরকারের গর্ভকালীন ভাতার কার্ডের বিষয়ে আমি কিছু জানি না।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, অভিযোগের কপি আমার কাছে এখনো আসেনি। এ বিষয়ে টাকা নেয়ার বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া, ভুক্তভোগী কার্ড পাওয়ার যোগ্য হয়ে থাকলে অবশ্যই তাকে কার্ড দেয়া হবে।


আরো সংবাদ



premium cement