সুশীল সভাপতি মেহেদী সম্পাদক
- কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ২৪ মে ২০২৪, ০০:০৫
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে বিকেলে সুশীল চন্দ্র মিস্ত্রিকে সভাপতি, মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম রনিকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি সুনীল বরণ হালদার। বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার আহ্বায়ক আওরাবুনিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গির। বিশেষ অতিথি ছিলেন দাসগুপ্ত আশীষ কুমার, সঞ্জয় কুমার খান, জাহাঙ্গির আলম খান ও আসাদুল আলম। বক্তব্য রাখেন, এম এম তারেকুজ্জামান, সেলিনা পাপড়ি, মেহেদী হাসান, তপন কুমার খরাতী, তোফাজ্জেল হোসেন, কাওসার আহম্মেদ, নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।
পরে শিক্ষকদের ভোটে সুশীল চন্দ্র মিস্ত্রিকে সভাপতি এবং চেঁচরী রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক ও আলহাজ কে, এইচ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম রনিকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা