১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাঁশ ও কাগজের ছাউনিতে বসবাস রহিদুল মোল্লার

-

বগুড়ার ধুনটে বাঁশ ও কাগজের ছাউনিতে বসবাস করছেন রহিদুল মোল্লা। তিনি উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
রহিদুল মোল্লা তার স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে নিয়ে মাত্র দেড় শতাংশ জায়গার ওপর বসবাস করলেন। মেয়ে দু’টোকে বিয়ে দেয়া হয়েছিল। কিন্তু একটি মেয়ে স্বামী পরিত্যক্তা হওয়ায় বাবার বাড়িতে বাস করছেন। ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী। তেমন কোনো কাজ করতে পারে না।
কৃষিই ছিল রহিদুল মোল্লার পেশা। পরবর্তীতে বয়স বৃদ্ধি ও নানা অসুখ-বিসুখে ভুগে তিনি কৃষি কাজ ছেড়ে ভ্যান ও সাইকেল মেরামতের কাজ শুরু করেন। বর্তমানে নানা রোগবালাইয়ে জর্জরিত হয়ে কর্মক্ষমতাও হারিয়ে ফেলেছেন। প্রায় তিন বছর ধরে তিনি কোনো কাজকর্মই করতে পারেন না। নিজের জীর্ণ কুঁড়েঘরে স্ত্রী কন্যা ও ছেলেকে নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটছে তার। জীর্ণ ঘরটির ছাউনি শুধু বাঁশ ও কাগজ দিয়ে। ঘরের ভেতরটা স্যাঁতসেঁতে। অসুস্থ শরীরটাকে চিকিৎসা দেয়ার মতো অর্থকড়িও নেই। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসারের চাকা কোনো রকমে সচল রাখছেন।
স্থানীয় ইউপি সদস্য নুর আলম জানান, বড় দুর্বিষহ জীবনযাপন করছে রহিদুলের পরিবার। বিভিন্ন সময় তাকে সহযোগিতা করেছি। গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা তুলে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। প্রশাসনের সহযোগিতায় একটি ঘর ও কিছু অর্থ সহযোগিতা পেলে তারা খুবই উপকৃত হবে।
ইউপি চেয়ারম্যান জুয়েল জানান, তার বিষয়ে অবগত হয়েছি। দুস্থ সহায়তা বা কোনো প্রকল্প এলে প্রথমে তাকেই সহযোগিতা করার চেষ্টা করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, আমরা খোঁজখবর নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল