ভালুকায় ৯০ বছরের বৃদ্ধার মানবেতর জীবন
- আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)
- ২৩ মে ২০২৪, ০০:০৫
ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া ইন্তারঘাট এলাকায় সামর্থ্য বানু নামে ৯০ বছরের এক বৃদ্ধা মানবেতর জীবনযাপন করছেন। টিন ও তালপাতা দিয়ে মোড়ানো একটি খুপরি ঘরে সহায়সম্বলহীন সামর্থ্য বানু এই বয়সেও মানুষের বাড়ি বাড়ি সাহায্য চেয়ে বাঁচেন। গত দুই বছর আগে একটি বিধবাভাতার কার্ড পেয়েছিলেন তিনি। কিন্তু এখন সেই কার্ডে ভাতা উত্তোলন করতে পারছেন না তিনি।
সামর্থ্য বানু জানান, এখন বেঁচে থাকা বড় যন্ত্রণার। আল্লাহর কাছে একটাই প্রার্থনা তাড়াতাড়ি যেন মরণ হয়। তিনি বলেন, ৪০ বছর আগে দুই ছেলে ও তিন মেয়ে রেখে তার স্বামী হাসমত আলী মুন্সী রোগে দুই বছর পর্যন্ত ভুগে মারা যায়। তখন তার পেটে ছোট মেয়ে ফাতেমা। স্বামী মারা যাবার পর শুরু হয় তার জীবনযুদ্ধ। এই ৯০ বছর বয়সে এসেও তিনি সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
বৃদ্ধার বড় ছেলে সিরাজ উদ্দিন (৭৫) মানসিক রোগী। দ্বিতীয় ছেলে শুক্কুর আলীর সংসারেও অভাব-অনটনে। তারা কেউ মায়ের খোঁজ খবর নেয় না। চার মেয়ের বিয়ে হয়ে গেছে।
সামর্থ্য বানু জানান, তার বাবার বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার মঠখলা গ্রামে। বাবা ইয়াসিন ব্যাপারীকে স্বাধীনতা যুদ্ধের সময় বিহারিরা গুলি করে হত্যা করে। তিনি তার বাবার খুনের প্রতিশোধ নিতে স্বামীর বাড়িতে বিভিন্ন এলাকা থেকে বিহারিদের ভয়ে পালিয়ে আসা পারিবারগুলোকে আশ্রয় দিয়েছিলেন। আর তিনি বাইরের রাস্তায় বসে পাহারা দিতেন।
এলাকাবাসীর আবেদন, বৃদ্ধা সামর্থ্য বানুকে যেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা একটি ঘর ও দুই বেলা খাবারের ব্যবস্থা করে দেন। এই বৃদ্ধ বয়সে আর কত বাড়ি বাড়ি ঘুরে খাবারের সন্ধান করবেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা