নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার
- শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ০০:০৫
নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জয়-পরাজয় মেনে নিয়ে সব উন্নয়নে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তারা।
শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি অবস্থান করেন উপজেলা চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত (আনারস) ও আসাদুজ্জামান মিলন (দোয়াত কলম)। তাদের পাশে ছিলেন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজ, আজিজুল ইসলাম সবুজ, মুফতি আব্দুল জলিল, এইচ এম আসাদুজ্জামান মাসুদ এবং মহিলা ভাইস চেয়রাম্যান প্রার্থী রাহিমা আক্তার হাসি ও শিখা আক্তার।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত এবং আসাদুজ্জামান মিলন বলেন, আমরা নির্বাচিত হলে শরণখোলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। আর যদি নির্বাচিত হতে না পারি তবুও বিজয়ী প্রার্থীর পাশে থেকে উপজেলার সব উন্নয়নে সহযোগিতা করবো।
পিএফজির প্রধান সমন্বয়কারী ও শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, জেলা সমসন্বয়কারী সুকমল মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, পিএফজি সদস্য এম ওয়াদুদ আকন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা