সামান্য বৃষ্টিতে খালে পরিণত সড়ক
- শহিদুল ইসলাম শাহিন সাদুল্লাপুর (গাইবান্ধা)
- ২২ মে ২০২৪, ০০:০৫
সড়ক নয় যেন একটি খাল। এমন বেহাল চিত্র গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারের প্রবেশদ্বারের পাকা রাস্তাটির। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই সড়ক পথে দিনরাত হাজার হাজার পথচারী, বাস, ট্রাক, মাইক্রোবাস, ইজিবাইক, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। সামান্য বৃষ্টিতেই বাজারে প্রবেশদ্বারের প্রায় ৫০০ ফুট সড়কে হাঁটু পানি জমে থাকে। দেখে মনে হয় এটি একটি খাল।
স্থানীয়রা জানান, সড়কটি পাকাকরণের সময় অপরিকল্পিতভাবে ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। সড়কটির পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও সেই ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
গতকাল সরেজমিনে দেখা যায়, সড়কটির আশপাশের বাড়ির মালিক ও ব্যবসায়ীরা তাদের অপরিকল্পিত ময়লা আবর্জনা ফেলার কারণে ড্রেনটি বদ্ধ হয়ে গেছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায় সড়কে। কাদায় একাকার হয়ে যায় পুরো এলাকা।
ভুক্তভোগীরা জানান, যান চলাচলের সময় কাদাপানি ছিটকে পথচারীদের গায়ে ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পড়ে। জামাকাপড় এবং মালামাল নষ্ট হয়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিনিয়তই চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।
স্থানীয় কাপড় ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, সড়কটিতে কাদা পানির জন্য ক্রেতারা এ দিকে আসতে পারে না। এর প্রতিকার চেয়ে ইতঃপূর্বে আমরা ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবেও জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
ওয়ার্ড ইউপি সদস্য ফুল মিয়া বলেন, সড়কটি দেখলে মনে হয় এটি যেন একটি খাল। কবে যে সড়কটি সংস্কারের জন্য প্রকল্প অনুমোদন হবে, কে জানে।
তবে এ ব্যাপারে নলডাঙ্গা ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, সড়কটির ব্যাপারে ইঞ্জিনিয়ার, ইউএনও এবং এমপির সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুতই সংস্কারের ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বরাদ্দ ধরা হয়েছে, তা পাওয়া মাত্রই কাজ শুরু করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা