১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

চিতলমারীর ৩ পদেই দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

ভোটারদের অভিমত
-

আজ মঙ্গলবার চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। কে জিতবেন আর কে হারবেন এ নিয়ে চলছে ব্যাপক হিসাব-নিকাশ ও আলোচনা। প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে সাধারণ ভোটারদের আগ্রহের সীমা নেই। তাদের অভিমত এবার এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিটি পদে তিনজন করে প্রার্থী থাকলেও মূলত তিন পদেই লড়াই হবে দ্বিমুখী।
জানা গেছে, চিতলমারী উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪০টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোট কেন্দ্র ২৩টি। মোট ভোটার ১ লাখ ১৮ হাজার ৯৪৯ জন।
এ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল (মোটরসাইকেল), চিতলমারী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর আলমগীর হোসেন (দোয়াত কলম) ও ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম অহিদুজ্জামান (আনারস) প্রতিদ্বন্দ্বিতায় নামেন। কিন্তু বিপক্ষ প্রার্থীদের প্রচারে নানা অনিয়ম দেখিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এস এম অহিদুজ্জামান। তাই এখানে ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে লড়াই হবে অশোক কুমার বড়াল ও আবু জাফর মো: আলমগীর হোসেনের সাথে।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম মাহাতাবুজ্জামান (তালা), হিজলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী আজমীর আলী (উড়োজাহাজ) এবং যুবলীগ নেতা সরদার মেহেদী হাসান (মাইক)। সাধারণ ভোটারদের মতে, এখানে তিনজন প্রার্থী থাকলেও লড়াই হবে এস এম মাহাতাবুজ্জামান ও কাজী আজমীর আলীর সাথে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা মল্লিক (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগ নেত্রী শিবানী বিশ্বাস (ফুটবল) এবং চারুবালা হীরা (হাঁস)। সাধারণ ভোটারদের মতে, এ পদেও তিনজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে সুলতানা মল্লিক ও শিবানী বিশ্বাসের সাথে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। নির্বাচনকে ঘিরে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’


আরো সংবাদ



premium cement
শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

সকল