১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৩টি ট্রেন বন্ধের খবরে ঝিনাইদহে অসন্তোষ

খুলনা কোটচাঁদপুর ঢাকা সরাসরি চালু রাখার দাবি
-

খুলনা থেকে ঝিনাইদহের মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রেলস্টেশন হয়ে ঢাকাগামী সরাসরি চলাচলকারী তিনটি আন্তঃনগর ট্রেন- চিত্রা, বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস বন্ধের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহের বাসিন্দারা। বিভিন্ন মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে এ এলাকার মানুষরা বলছেন, প্রয়োজনে তারা রেলওয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে যাবেন। তারা রেলওয়ের নতুন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি খুলনা থেকে মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর হয়ে ঢাকাগামী চলাচলকারী ট্রেনগুলো বহাল রাখার দাবি জানিয়েছেন। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী জুন থেকে নতুন এ রেলপথে যশোরের রূপদিয়া থেকে কাশিয়ানি-ভাঙ্গা-পদ্মা সেতু হয়ে ঢাকা এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া-রাজবাড়ি হয়ে ঢাকাগামী নতুন দুই রুটে ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। এর ফলে খুলনা থেকে সরাসরি ঢাকাগামী তিনটি ট্রেন ঝিনাইদহের মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর হয়ে যাতায়াত বন্ধ হয়ে যাবে।
কোটচাঁদপুর স্টেশন থেকে নিয়মিত যাতায়তকারী ব্যবসায়ী আবু নাবিল জানান, খুলনা থেকে তিনটি ট্রেন যশোর, ঝিনাইদহের মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর এবং চুয়াডাঙ্গা হয়ে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় যাতায়ত করে বিপুল সংখ্যক যাত্রী। এখন খুলনা থেকে ঢাকাগামী ট্রেনগুলো বন্ধের সংবাদে আমরা পুরো জেলাবাসী মর্মাহত। নতুন রুটে ট্রেন চালু হচ্ছে এটা দারুণ সুখবর কিন্তু এ অঞ্চলে চলাচলকারী ট্রেন বন্ধ করে কেন?
কোটচাঁদপুর স্টেশন সূত্রে জানা যায়, যশোর রূপদিয়া থেকে ঢাকা এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকা ট্রেন চালু করায় ওই তিনটি ট্রেন বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ দু’টি স্টেশনের যাত্রীদের সুবিধার জন্য শাটল ট্রেন চালু করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সালাউদ্দিন মিয়াজির কাছে কোটচাঁদপুর এলাকার জনগণ ট্রেন তিনটি চালু রাখতে সরকারের রেল মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি করেছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, যশোর থেকে ঢাকার নতুন রেলপথ চালু হচ্ছে। তবে মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রুটের তিনটি ট্রেন বন্ধ হলে এই এলাকার যাত্রীরা রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এরই মধ্যে কথা বলেছি ট্র্রেনগুলো এই রুটে রাখার ব্যাপারটা বিবেচনা করতে। আশা করি ভালো একটা সংবাদ আমাদের জন্য আসবে।


আরো সংবাদ



premium cement
ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো শুধু একজনই শুনতে পারবেন! দামেস্কে কবে দূতাবাস খোলা হবে জানালো তুরস্ক

সকল