মংলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে জরিমানা
- মংলা (বাগেরহাট) সংবাদদাতা
- ২০ মে ২০২৪, ০০:০০
বাগেরহাটের মংলা উপজেলার আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুরে উপজেলার পৌরশহর এলাকায় এ জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন আচরণবিধি ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আসন্ন মংলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের অপরাধে পৌরশহরের মোর্শেদ সড়ক, ১ নম্বর জেটি ময়লাপোতা মোড় এলাকায় চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের প্রতিনিধি আবুল কালামকে ১০ হাজার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলের প্রতিনিধি ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা