সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ও হরিণ শিকার
- খুলনা ব্যুরো
- ২০ মে ২০২৪, ০০:০০
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ছয় নম্বর ওর্য়াডের সদস্য আব্দুল গনি মোড়লের পুত্র শহিদুল ইসলামের বিরুদ্ধে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ও হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগ উঠৈছে। গতকাল রোববার কয়রা উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফঁাঁড়ির কমিউনিটি পোট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য আবদুল হামিদ শেখ।
তিনি বলেন, ইউপি সদস্যের পুত্র শহিদুল ইসলাম সুন্দরবনের সকল প্রকার অবৈধ কাজের সাথে জড়িত। তার মদদে বিষ প্রয়োগ করে মাছ ও হরিণ শিকার করে থাকে অসাধু জেলেরা। এ ছাড়া তার বিরুদ্ধে জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতোপূর্বে নানা অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তার অপকর্মের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি ধামকি দিচ্ছে শহিদুল। সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রশাসনের দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, সিপিজি সদস্য হামিদ তার অপকর্ম ধামাচাপা দেয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা