লালপুরে এক চিতলের দাম প্রায় ১৫ হাজার টাকা
- লালপুর (নাটোর) সংবাদদাতা
- ২০ মে ২০২৪, ০০:০০
পদ্মা নদী থেকে ধরা ১২ কেজি ওজনের একটি চিতল মাছ নাটোরের লালপুরে বিক্রি হয়েছে প্রায় ১৫ হাজার টাকায়। গত শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার লালপুর বাজারে আব্দুস সালামের মাছের আড়তে এক হাজার ২০০ টাকা কেজি দরে খোলা ডাকে মাছটি কিনেন ঈশ্বরদীর মাছ ব্যবসায়ী আমিরুল ইসলাম।
তিনি জানান চিতলটি পদ্মা নদীর তরতাজা বড় এক চিতল। ওজন ১২ কেজির মতো। আশা করি, মাছটি অনেক সুস্বাদু হবে। তাই, দাম একটু বেশিই দিলাম। আড়ৎদার আব্দুস সালাম জানান, রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর আলাইপুর পয়েন্টে চিতল মাছটি ধরা পড়ে। পরে মাছটি বাবু হালদার নামে এক জেলে আমার আড়তে নিয়ে আসেন। এখানে খোলা ডাকে এক হাজার ২০০ টাকায় ঈশ্বরদীর মাছ ব্যবসায়ী আমিরুল মাছটি কিনেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা