১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমি ভরাট

৩ জনের ৬ মাস কারাদণ্ড
-

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু-মাটি দিয়ে কৃষিজমি ভরাট করার অপরাধে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি ডাম্প ট্রাকও জব্দ করা হয়। গত শুক্রবার বিষয়টি জানান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা গ্রামের রমজান মিয়া (৩৫), নওগাঁর অর্জুনপুর এলাকার সেলিম রেজা (৩০) ও পটুয়াখালীর চানপাড়া এলাকার
রাশেদুজ্জামান (৫৫)।
ইউএনও এস এম ইমাম রাজী টুলু জানান, ২০১৯ সালের ২৭ জানুয়ারি উচ্চ আদালতের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি করেন। শুনানিতে বলা হয়, কালীগঞ্জের বিভিন্ন এলাকায় খাল-বিল, নদী-পুকুর, কৃষিজমি-জলাশয় ভরাট এবং অবৈধ দখলের ওপর স্থিতাবস্থা জারি করা হলো। আদালতের ওই নির্দেশ অমান্য করে বিভিন্ন হাউজিং কোম্পানি কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষিজমি ও জলাশয় ভরাট করে আসছিল।
ইউএনও বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার গলান এলাকায় মাটি ও বালু ফেলে কৃষিজমি ভরাট করছিল সিআইভিআইসি নামের একটি হাউজিং কোম্পানি। এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই কোম্পানির তিনজনকে আটক করা হয় এবং জমি ভরাটকাজে ব্যবহৃত ছয়টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
স্থানীয়রা জানান, গলান মৌজার প্রায় ৩৫-৪০ বিঘা জমি ভরাট প্রকল্প বাস্তবায়নের কাজ করছিল সিআইভিআইসি নামের হাউজিং কোম্পানি। ইতোমধ্যে তারা প্রায় ছয়-সাত বিঘা জমিতে বালু ভরাটের কাজ শেষ করেছে।


আরো সংবাদ



premium cement