বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের অনাস্থা
- সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
- ১৯ মে ২০২৪, ০০:০৫
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ মে) সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণের অফিস কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৯ জন ইউপি সদস্য ও তিনজন সংরক্ষিত মহিলা সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি ভোট, অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ৩টি ভোট পড়ে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের প্রতিনিধি আলম বাদশা, বাপ্পি কুমার, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ, সহকারী সচিব মাহবুবর রহমান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে ইউপির ৯ জন সদস্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা