সাভারে শিকল দিয়ে কুকুরের সাথে বেঁধে নির্যাতনকারি মামুন গ্রেফতার
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৯ মে ২০২৪, ০০:০৫
ঢাকার সন্নিকটে সাভারের হেমায়েতপুরে ৮০০ টাকার জন্য এক রিকশাচালককে কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার দায়ে মামুন ইসলাম (৩৪) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় হাফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ভাঙারির ব্যবসা করতেন।
ভুক্তভোগী রিকশাচালক রবিউল ইসলাম (৪০) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে রাজধানীর শ্যামলী এলাকায় রিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত ৭ মে মাত্র ৮০০ টাকার জন্য রবিউল নামের ওই রিকশা চালককে সাভারের কাঁঠালতলা থেকে তুলে এনে মারপিট করে এবং শেষে তাকে কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা বলেন, গত শুক্রবার মামুনকে আদালতে পাঠানো হয়েছে।