চকরিয়া উপজেলা নির্বাচনে আ’লীগের প্রতিপক্ষ আ’লীগ
- রফিক আহমদ চকরিয়া (কক্সবাজার)
- ১৯ মে ২০২৪, ০০:০৫
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২১ মে। এবারের নির্বাচনে বিরোধী দল অংশ না নেয়ায় আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ। যার ফলে প্রথম দিকে ভোটারদের মাঝে আমেজ না থাকলেও দিন যতই এগিয়ে আসছে ভোটের উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে।
এবারে চকরিয়া উপজেলা নির্বাচনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনে নতুন চমক সৃষ্টি করেছে সাবেক এমপি জাফর আলমের ঘোড়া প্রতীক। অন্য দিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ নিয়ে সর্বমোট ১৩ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন।
সাবেক এমপি জাফর আলম এম এ বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি ছিলাম। গত সংসদ নির্বাচনে বহিরাগত অন্য দলের এক নেতা তার বিজয় ছিনিয়ে নেয়। এতে উপজেলার নেতাকর্মীরা অভিভাবকহীন হয়ে পড়ে। তাদের সংগঠিত রাখার জন্যই তিনি নির্বাচন করছেন বলে জানান। বর্তমান এমপি সৈয়দ মোহাম্মদ ইবরাহীম সাহেব একজন প্রার্থীর পক্ষ গিয়ে ভোটের মাঠে কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে সন্ত্রাস মুক্ত উপজেলা উপহার দিয়ে জনসাধারণের সেবা করতে চাই। সেই সাথে উন্নয়নের বাকি কাজ সম্পন্ন করতে ছাই। উল্লেখ্য, এ উপজেলায় ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট তিন লাখ ৬১ হাজার ১০৩ জন ভোটার রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা