মুলাদীতে চেয়ারম্যান পদে তিনজনই আ’লীগ নেতা ভোটের মাঠে বিভক্ত
- ভূঁঁইয়া কামাল মুলাদী (বরিশাল)
- ১৮ মে ২০২৪, ০০:০০
বরিশালের মুলাদী ষষ্ঠ উপজেলা নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আটঘাট বেঁধে নেমেছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদের বিরামহীন গণসংযোগে উত্তাল নির্বাচনী মাঠ। সাদা-কালো ও রঙিন পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। প্রতিদিন সকাল-রাত পর্যন্ত চলছে মিছিল, মিটিং, মাইকিং, পথসভা, উঠোনবৈঠক ও গণসংযোগ। প্রার্থীরা প্রত্যন্ত গ্রামগঞ্জের অলিগলি চষে বেড়াচ্ছে আর দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতিও। যতই নির্বাচনী সময় ঘনিয়ে আসছে ততই প্রচারণা ও প্রতিহিংসা বেড়েই উঠছে।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের বর্তমানসহ দুইবার চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু (আনারস), কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন খসরু (দোয়াত কলম) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তারেক আহম্মেদ খান (ঘোড়া) প্রতীক।
ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানসহ দুইবার ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ (বই) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার (উড়োজাহাজ) প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সম্পাদিকা ও বর্তমানসহ তিনবার মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন (ফুটবল), জাতীয় পার্টি মনোনীত মাকসুদা আক্তার শোভা (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকারের এ নির্বাচনে দলটির একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। একই দলের পদধারী একাধিক নেতা প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের মাঝে নানাধরনের গ্রুপিং তৈরি হয়েছে। ফলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের গলার কাটা এখন আওয়ামী লীগই। এ ছাড়া বিএনপিসহ বিরোধী দল এ নির্বাচনে অংশ না নেয়ায় অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, প্রার্থীরা যদি কৌশলে কিংবা যেকোনো উপায়ে ভোটকেন্দ্রে বিএনপিসহ অন্য দলের নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে পারেন এবং ভোটারাও যদি নির্বিঘে্ন ভোট দিতে পারেন তবে এবার আনারস ও দোয়াত কলম প্রতীকের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
উপজেলার সাতটি ইউনিয়নে ও একটি পৌরসভার ৭২টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৫৪৮।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা