ধামরাইয়ে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তনের উদ্বোধন
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ০০:০০
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তর মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের সমলয়ে চাষাবাদ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তনের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। গত বুধবার উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের কৃষক দিলিপ কুমার শিকদারের জমির ধান কাটার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: আব্দুল্লা আল মামুনের সভপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান প্রমুখ। ধান কাটা উদ্বোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।