নেত্রকোনায় তিন নারী প্রার্থী একমঞ্চে
- নেত্রকোনা প্রতিনিধি
- ১৮ মে ২০২৪, ০০:০০
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেত্রকোনা সদর উপজেলা পরিষদে আলোচিত তিন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন নারী প্রার্থীদের নিয়ে অধিকাংশ ভোটারগণ বেকায়দায় পড়েছেন। তারা ভোটারদের কাছে যেমন- সুপরিচিত, জয়প্রিয় মুখ তেমনি রয়েছে তাদের সমান গ্রহণ যোগ্যতাও। ইতোমধ্যে তারা তিনজনই ভোটারদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন।
আসন্ন উপজেলা নির্বাচনে তেমন কোনো উত্তাপ না থাকলেও অন্য সব প্রার্থীদের চেয়ে তাদের নিয়ে অধিক আলোচনা, গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে সর্বত্র। কে কার চেয়ে এগিয়ে এর সহজ উত্তর কোনো ভোটারই দিতে পারছেন না। তার তিনজনই রূপ, লাবণ্যে যেমন সমান সমান তেমনি মিষ্টি মধুর ব্যবহার ও গুণেও কমতি নেই কারো। তাই ভোটারগণ এখনো সিদ্ধান্ত হীনতায় ভোগছেন কাকে রেখে কাকে নির্বাচিত করবেন। ইতঃপূর্বে অন্য কোনো নির্বাচনে এমনটি হতে দেখা যায়নি। আগামী ২১ মে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই তিনজন প্রার্থীদের একজন হলেন, সদর উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান তুুহিন আক্তার (হাঁস প্রতীক)। তিনি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম তারা মিয়ার মেয়ে। আরেক জন হলেন, নাঈম সুলতানা লিবন (ফুটবল প্রতীক)। তিনি একজন সাংস্কৃতিক কর্মী ও শিক্ষক পরিবারের সদস্য। অপরজন হলেন, শিল্পী ভট্টাচার্য (কলস প্রতীক)। তিনিও একজন সাংস্কৃতিক কর্মী।
আলোচিত ওই তিন নারী প্রার্থীদের নিয়ে জেলা নাগরিক প্ল্যাটফর্ম ও যুবফোরামের উদ্যোগে গত মঙ্গলবার স্থানীয় উদীচী কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীই অভিন্ন সদিচ্ছা ও নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা