১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগঁাঁওয়ে জনপ্রতিনিধিদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে সমর্থন না করায় স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে প্রার্থীর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। এ ছাড়াও প্রার্থীর পক্ষে ও সমর্থনে নির্বাচন না করায় হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি দেয়া হচ্ছে।
এ ধরনের হুমকি ও অপপ্রচার চালানোর দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গত মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
জানা যায়, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ঘোড়া, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু আনারস, সোনারগঁাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু মোটরসাইকেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্প্রতি সোনারগাঁ উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন রাজনৈতিক নেতা বাবুল হোসেন বাবুর আনারস প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মাহফুজুর রহমান কালামের কর্মী-সমর্থকরা ফেসবুকে ফেক আইডি খুলে তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম জানান, ফেসবুকে অপপ্রচারকারীরা আমার কর্মী সমর্থক হবে কেন? আমার কর্মী-সমর্থকরা কুরুচিপূর্ণ বক্তব্যের সাথে জড়িত হতে পারে না। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁঁইয়া জানান, ফেসবুকে বিভিন্ন অপপ্রচার, হুমকি ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় বিষয়টি এখন সংঘাতের দিকে যাচ্ছে। এ বিষয়ে সবার সংযমী হতে হবে।
সোনারগঁাঁও থানার ওসি এসএম কামরুজ্জামান পিপিএম জানান, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের বিষয়ে একটি সাধারণ ডায়েরি নেয়া হয়েছে। ফেক আইডিগুলোর লিংক পুলিশের তথ্য প্রযুক্তি বিভাগে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement