১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নড়াইলে বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনঃএকত্রীকরণ বিষয়ক কর্মশালা

-

নড়াইলে ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ এ স্লোগানে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্পের উপ-পরিচালক জাহিদ আনোয়ারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।
বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম এমদাদ, নড়াইল পৌরমেয়র আঞ্জুমান আরা, ওয়েলফেয়ার সেন্টার, যশোরের সহকারী পরিচালক ফসিউল আলম প্রমুখ।
নড়াইল জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, যশোরের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় বিদেশ প্রত্যাগত অভিবাসীসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

 


আরো সংবাদ



premium cement