আড়াইহাজারে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সতের বছরের এক তরুণী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে ধর্ষিতা নিজে বাদি হয়ে অজ্ঞাত ছয়জনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তরুণীর পরিবারটি মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। মেঘনায় তাদের বাড়ি ভেঙে যাওয়ায় বিগত চার মাসে আগে তারা আড়াইহাজারের চামুরকান্দি এলাকায় জায়গা কিনে বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে তরুণী ও তার মা একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত ৫-৬ জন লোক দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রের মুখে ওই তরুণীকে পার্শ্ববর্তী অপর একটি খালি ঘরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে ধর্ষকরা ওই তরুণীর মাকে ভয়ভীতি দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
স্থানীয় কাউন্সিলর মোমেনুল হক শুভ জানান, মেয়েটির পরিবার যেখানে থাকে তার পাশেই বসে জুয়ার আড্ডা। জুয়াড়িরা এ ঘটনা ঘটাতে পারে। আমরা এর সঠিক বিচার চাই।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, পূর্বশক্রতা জের ধরে এ ঘটনা ঘটতে পারে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকরা গ্রেফতার হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা