দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি মামলা
ঝালকাঠি সদর- ঝালকাঠি প্রতিনিধি
- ১৭ মে ২০২৪, ০০:০৫
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান খান আরিফুর রহমানের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের পক্ষ থেকে ঝালকাঠি থানায় প্রথমে একটি মামলা দায়ের হয়। একই দিন খান আরিফুর রহমানের পক্ষ থেকে এনামুল হক জুয়েল চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। পৃথক দুই মামলায় দুই প্রার্থীকেই এজাহার নামীয় প্রধান আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে কীর্ত্তিপাশা মোড়ে খান আরিফুর রহমানের নির্বাচনী অফিসের কাছেই উঠানবৈঠকের আয়োজন করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খান। সভার শেষ দিকে সুলতান হোসেন বক্তব্য শুরু করলে অতর্কিতভাবে তাদের ওপর হামলা হয়। এতে সুলতান হোসেনসহ কমপক্ষে ১০-১২ জন আহত হন।
অন্য দিকে একই দিন একই এলাকায় সন্ধ্যায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে আরিফুর রহমানের বেশ কয়েকজন কর্মী আহত হন।
ঝালকাঠি অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সুলতান হোসেন খানের হামলার পরে আরিফুর রহমান খানের নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুর হয়। এ দু’টি ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। সুলতান হোসেন খানের দায়ের করা মামলায় তিনজন গ্রেফতার করা হয়েছে। আরিফুর রহমানের পক্ষে অফিস ভাঙচুরের মামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা