বাবুগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ১৬ মে ২০২৪, ০০:০৫
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী তামান্না আক্তারকে ধর্ষণ করে আত্মহত্যার অপবাদের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। গত মঙ্গলবার আগরপুর বিদ্যালয়ের আয়োজনে আগরপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়েদুল হক শাহীন, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইয়েদুর রহমান জামাল, আগরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণদাস, নিহত ছাত্রীর বাবা আমির ফকির, মা তানজিলা বেগম প্রমুখ। হত্যার ১১ দিন পরও ঘাতকরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অবিলম্বে খুনিদের গ্র্রেফতার করে ফাঁসির দাবি জানান।
নিহতের পরিবারের দাবি সেনাসদস্য সুলতান ওই গত ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে এবং পরিকল্পিতভাবে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। গত ৬ মে নিহত তামান্নার মা তানজিলা বাদি হয়ে পাঁচজনকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সেনাসদস্য সুলতান হাওলাদার, তার ছেলে তাওহীদ, স্ত্রী নাজনিন এবং তার মেয়ে সুমী আক্তার ও শিমু আক্তারকে আসামি করে মামলা করেন। আসামিরা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা