খাল কেটে জমি দখলের চেষ্টা আ’লীগ নেতার
কৃষককে ভর্তুকি দিয়ে জমি ভরাট করার নির্দেশ এসিল্যান্ডের- গোলাম কিবরিয়া বরগুনা ও এএসএম জসিম উদ্দিন পাথরঘাটা
- ১৬ মে ২০২৪, ০০:০৫
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন পল্টুর বিরুদ্ধে মালিকানা জমিতে খাল কেটে ওই জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ঢাকির বিল এলাকায় এ খাল খননের কাজ চলছে। গত বুধবার ব্যক্তি মালিকানার ওই জমিতে খাল খননের সময় বাধা প্রদান করে শতাধিক কৃষক। পাথরঘাটা উপজেলা ভুমি সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) খান সালমান হাবিব বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে তিনি জানান।
সরেজমিনে দেখা যায়, পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাইনচুকটকি ফেরিঘাট সড়কের রাস্তার দুই পাশের ফসলি জমির উপর দিয়ে বিশাল প্রস্থে একটি খাল খনন করা হচ্ছে। অথচ ওখান থেকে মাত্র ২০০ মিটার দূরেই একটি খাল এবং সংযোগ কাভার্ট রয়েছে। স্থানীয়রা জানায়, পাশের খাল থেকেই তারা উপকৃত হচ্ছেন। নতুন করে খাল খননের কোনো প্রয়োজন নেই। অথচ এখানে অপ্রয়োজনে অন্যের জমি দখলে নিতে চেয়ারম্যান তার ছেলে ঠিকাদারকে দিয়ে খাল খনন করাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষক সালেক হাওলাদার জানান, বর্তমানে সারা দেশে গ্রামীন খাল খননের আওতায় কাকচিড়া ইউনিয়নের ঢাকির বিলে একটি খাল খননের নাম করে প্রজেক্ট পাস করান আলাউদ্দিন পল্টু। আমাদের এলাকার শতাধিক কৃষকের রবি শস্য নষ্ট করে প্রায় ১০ একর জমি দখল করে খাল খননের নামে মাছ চাষের মতো দীঘি খনন করা হচ্ছে। সালেক হাওলাদার আরো বলেন, বিষয়টি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান খানের কাছে অভিযোগ হিসেবে জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জানান, ৩৫ বছর আগে এই খালটি ভরাট হয়ে ফসলি জমিতে পরিণত হয়েছে। সেই জমি এলাকার কৃষকরা ভোগদখল করে এখন নিজেদের মালিকানা সম্পত্তি বলে দাবি করছে। পরে ম্যাপের নকশা অনুযায়ী খাল খনন প্রজেক্ট তৈরি করে আমরা নতুন করে এখানে খাল কাটছি। স্থানীয়রা বাধা দেয়ায় বর্তমানে কাজ বন্ধ আছে।
এ বিষয়ে বরগুনা পাথরঘটা উপজেলা ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) খান সালমান হাবিব জানান, ইউএনও মোহাম্মদ রোকনুজ্জামান খান আমাকে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে জমি মাপ দিয়ে সরকারি জায়গায় লাল পতাকা টানিয়ে দিয়েছি। সেখানে খাল খননের অনুমতি দেয়া হয়েছে। মালিকানা জমিতে যে ফসলের ক্ষতি হয়েছে তা কৃষককে ভর্তুকি দিয়ে তাদের জমি ভরাট করে দেয়ার নির্দেশও দেয়া হয়েছে চেয়ারম্যান পল্টুকে।