হোসেনপুরে প্রবেশ পথের তিন রাস্তার মোড় যেন মরণফাঁদ
- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১৫ মে ২০২৪, ০১:৪২
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবেশ পথের তিন রাস্তার সংযোগস্থল যেন মরণফঁাঁদে পরিণত হয়েছে। গত এক বছরে এ স্থানে ছোট বড় শতাধিক যানবাহন দুর্ঘটনায় পড়েছে। প্রাণহানির ঘটেছে সাত জনের। শতাধিক মানুষ পঙ্গু হয়েছেন। স্থানীয়দের দাবি, এ তিন রাস্তার মোড়ে রোড ডিভাইডার নির্মাণ করা উচিত। এ বিষয়ে সবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
জানা গেছে, কিশোরগঞ্জ-ভালুকা হাইওয়ে সড়ক এবং হোসেনপুর বাজার থেকে কিশোরগঞ্জগামী গুরুত্বপূর্ণ দু’টি রাস্তা মিলিত হয়েছে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও ব্রাক অফিসের সামনের এ বিপজ্জনক তিন রাস্তার মোড়ে। ফলে এ তিন সড়কের সংযোগস্থলে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় ঢেকিয়া গ্রামের রিকশাচালক শরিফুল ইসলাম ও ইছহাক মিয়া জানান, এ তিন সড়কের সংযোগস্থলে ট্রাক, লরি, মোটরসাইকেল, বাস ও পিকআপ ভ্যানের মাঝে মধ্যে সংঘর্ষ বাধে। এটি কালক্রমে এক মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিমন মিয়া জানান, হোসেনপুর বাজার থেকে জেলা শহর কিশোরগঞ্জ এবং ভালুকা টু বিশ্বরোড যাওয়ার তিনটি সড়কের কোথাও কোনো স্পিড ব্রেকার নেই। তিন রাস্তার সংযোগস্থলের এই জায়গাটুকু খুবই ঝুঁঁকিপূর্ণ। এক দিকে ব্রহ্মপুত্র নদ থেকে বালু নিয়ে ছুটে আসে ট্রাক, অন্য দিকে ভালুকা থেকে অতিরিক্ত গতিতে ছুটে আসে যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন। এ ভিন্নমুখী যান চলাচলের কারণে আহরহই ঘটছে দুর্ঘটনা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, সংশ্লিষ্ট ঊর্ধŸতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে দ্রুত কার্যকরী উদ্যোগ নেয়া হবে।