পাঁচবিবি-শালপাড়া সড়কের পাশে মরা গাছ এখন মরণ ফাঁদ
- আজাদ আলী পাঁচবিবি (জয়পুরহাট)
- ১৫ মে ২০২৪, ০১:৩৯
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-শালপাড়া সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির শতাধিক মরা গাছ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য ঝড় বৃষ্টি কিংবা বাতাসে এসব গাছ ও গাছের ডাল ভেঙে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা।
গত ৩০ এপ্রিল মতিবুল ইসলাম নামের এক ব্যক্তি পাঁচবিবি হাটে গরু বিক্রি করে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় উপজেলার রঘুনাথপুর এলাকায় তার মাথার ওপর ভেঙে পড়ে একটি মরা ইউক্যালিপটাসের ডাল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এখন এ ধরনের নানা দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো কেটে নেয়ার দাবি জানান স্থানীয়রা।
সরেজমিন পরিদর্শনকালে পথচারীরা জানান, এই সড়কের দুই পাশেই রয়েছে বিভিন্ন প্রজাতির শতাধিক মরা কিংবা আধামরা গাছ। এসব গাছ ও গাছের ডালপালা সামান্য বাতাসেই ভেঙে সড়কের ওপর এসে পড়ে। এতে সড়কে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি নানা ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন, উপজেলা সমন্বয় সভায় আলোচনার মাধ্যমে রাস্তার পাশের মরা গাছগুলো অপসারণের দাবি জানাই। জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার কামরুল হাসান বলেন, এলাকাটি পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধিকে মরা গাছগুলো কেটে সংরক্ষণ করতে বলা হয়েছে। অচিরেই টেন্ডারের মাধ্যমে গাছগুলো নিলামে বিক্রি করার ব্যবস্থা করা হবে।