২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা
- ১৫ মে ২০২৪, ০১:৩৬
২৭ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হলেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খান। গত সোমবার বিকেলে র্যাব-৮ সদস্যরা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে। আনোয়ার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের গিয়াস খানের ছেলে।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা জানান, আসামি আনোয়ার হোসেন খান ১৯৯৭ সালের অক্টোবর মাসে তার প্রতিবেশী আসমান খান নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তার পর থেকেই সে আত্মগোপনে ছিল। পরবর্তীতে ২০০১ সালে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন সাজাসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা