১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জনগণের দুর্ভোগ চরমে

নোয়াখালীতে রাস্তাঘাটের সংস্কার নেই

নোয়াখালীর জরাজীর্ণ একটি রাস্তা : নয়া দিগন্ত -

নোয়াখালীতে রাস্তাঘাটের সংস্কার না থাকায় জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জরাজীর্ণ সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহনগুলো। সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।
সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কগুলো হলো- জেলা সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট থেকে সুবর্ণচর উপজেলা পরিষদ পর্যন্ত ১৯ কিলোমিটার (প্রযুক্তি বিশ^বিদ্যালয় সড়ক), মাইজদীকোর্ট স্টেশন থেকে হরিনারায়ণপুর পর্যন্ত সড়ক, গফুরের দোকান থেকে লেদুর দোকান পর্যন্ত, তাকপুকুরের পাড় থেকে নরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, লক্ষী নারায়ণপুর থেকে সাহা দরগাও রেলক্রসিং পর্যন্ত, নোয়াখালী মহিলা কলেজ রোড থেকে রেলক্রসিং পর্যন্ত এবং মাইজদীকোর্ট স্টেশন রোড থেকে হরিনারায়ণ পর্যন্ত।
এ ছাড়া হাতিয়া উপজেলার নলছিরা থেকে নিঝুমদ্বীপ মোক্তারিয়ার ঘাট পর্যন্ত ৪০ কিলোমিটার, তমরুদ্দি খাসেরহাট জাহাজমারা পর্যন্ত ৩০ কিলোমিটার, ভূঁঁইয়ার হাট থেকে ট্যাংকির হাট পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের অবস্থাও বেহাল। খানাখন্দে ভরা আরো যেসব সড়ক রয়েছে সেগুলো হলো- সুবর্ণচর উপজেলার খাসের হাট বাজার থেকে সন্দ্বীপ ঘাট পর্যন্ত ২৫ কিলোমিটার, আক্তার মিয়ার হাট থেকে বাংলাবাজার পর্যন্ত ২৫ কিলোমিটার, ভূঁঁইয়ার হাট থেকে সোলমান বাজার ঘাট পর্যন্ত ২২ কিলোমিটার, চর করম উল্লা থেকে আন্ডার চর পর্যন্ত ১৬ কিলোমিটার এবং কোম্পানীগঞ্জ উপজেলার ছোট চৌধুরীর বাজার থেকে মুছাপুর ক্লোজার পর্যন্ত ১৬ কিলোমিটার।
আরো যেসব সড়ক সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে সেগুলো হলো- চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় থেকে বানসা পর্যন্ত ৯ কিলোমিটার, চাটখিল দক্ষিন বাজার থেকে খিলপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার, চাটখিল বাজার থেকে বদল কোর্ট ডলটা বাজার, বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা থেকে কিতুনিয়ারহাট, নরোত্তপুর বেড়ীবাঁধ সড়ক, মজুমদারহাট থেকে নাছেরেচুন্না মাদরাসা, সাহেবেরহাট রোড,লতিফপুর স্কুল রোড, মজিদ বেপারীর হাট থেকে শরীফপুর রোড, রমজান বিবি থেকে মাজার রোড একলাশপুর বাজার থেকে জীরতলী রোড, জীরতলী রোড থেকে রাজগঞ্জ রোড, আমিন বাজার থেকে রমনিরহাট, ছয়ানী বাজার থেকে রমনিরহাট, নোয়াব আলী থেকে জীরতলী বোড অফিস, গোপালপুর থেকে ছোবান মার্কেট, বাংলাবাজার থেকে চানকাছিমপুর ৪ কিলোমিটার, মেম্বারের পুল থেকে রসুলপুর এবং মধুপুর পাটয়ারীর পুল থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ির দরজা পর্যন্ত মধুপুর-আয়েশা মার্কেট।
এ ছাড়া, জেলার নয়টি উপজেলায় প্রধান সড়কের সাথে সংযুক্ত অনেক শাখা সড়কের অবস্থাও বেহাল। এ সব শাখা সড়ক দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। এ ব্যাপরে নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলামকে মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।


আরো সংবাদ



premium cement
ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার বরগুনায় জেলা আ‘লীগ নেতা মন্টু গ্রেফতার

সকল