বাকেরগঞ্জে নির্বাচন অফিসারকে আহত করার মামলায় গ্রেফতার ১০
- বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ১৩ মে ২০২৪, ০০:০৫
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফল ঘোষণার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী (তালা প্রতীক) সাইফুর রহমানের সমার্থকরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করার মামলায় অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান গাজী, সিফাত হাওলাদার, মোহাম্মদ সেলিম, শরিফ আনোয়ারুল কবির, সজীব হাওলাদার, আবুল বাশার বাচ্চু, জিলান হাওলাদার, রাকিব খান, রিফাত হাওলাদার ও ইমরুল হাসান লিমন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রথম ধাপের নির্বাচনের ফলাফল প্রদানের সময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুর রহমানের বিজয় না হলে উপজেলা পরিষদের হলরুমের আসবাবপত্র ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে ১০ জনকে গ্রফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা