একমাত্র সন্তানকে রেখে জীবনযুদ্ধে হার মানলেন রেবেকা
- নড়াইল প্রতিনিধি
- ১৩ মে ২০২৪, ০০:০৫
একমাত্র সন্তানকে পৃথিবীতে রেখে জীবনযুদ্ধে হার মানলেন পরিশ্রমী রেবেকা বেগম (৪৫)। গত শনিবার সকালে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারান তিনি।
রেবেকা নড়াইল শহরের নারী ফল বিক্রেতা হিসেবে বেশ পরিচিত মুখ। বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমি ফল কিনে ভ্যানে করে শহরের জনাকীর্ণ এলাকায় তা বিক্রি করে সংসার চালাতেন তিনি। স্বামীহারা রেবেকা তার একমাত্র শিশুসন্তানকে নিয়ে শহরের কুড়িগ্রাম এলাকায় ভাড়া থাকতেন।
গত শনিবার সকালে নড়াইল পৌরসভার বেতবাড়িয়া এলাকায় রসুল মিয়ার বাগানে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান রেবেকা বেগম। নির্জন বাগানে অনেক সময় একা পড়ে থাকলেও কেউ টের পাননি। ওই বাগানে একটি শিশু ঘুরতে গিয়ে রেবেকাকে পড়ে থাকতে দেখে বিষয়টি বড়দের জানায়। এরপর স্থানীয় লোকজন রেবেকাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলেও তাকে আর বাঁচানো যায়নি। মাকে হারিয়ে একমাত্র সন্তান নিঃস্ব হয়েছে। কীভাবে চলবে তার (ছেলে) জীবনের চাকা, সেই দুশ্চিন্তার যেন শেষ নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা