ভুট্টা চাষে বিঘায় ২০ হাজার টাকা লাভ পাচ্ছেন চাটমোহরের চাষিরা
- নূরুল ইসলাম চাটমোহর (পাবনা)
- ১২ মে ২০২৪, ০০:০৫
ভালো ফলন ও দাম পেয়ে এবার চাটমোহরের ভুট্টাচাষিদের চোখে মুখে যেন হাসির ঝিলিক। জমি থেকে ভুট্টা সংগ্রহ, মোচা থেকে ভুট্টা ছড়ানো এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। গত কয়েক বছর আগেও চাটমোহরে খুব অল্প পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হতো। কিন্তু এ এলাকায় গরুর খামার বাড়ায়, ভুট্টার উৎপাদন খরচ কম, ভালো ফলন ও দাম পাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ভুট্টা চাষের পরিধি বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণেরও বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি রবি মৌসুমে চাটমোহরে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১,০৫০ হেক্টর জমিতে। অর্জন হয়েছে ১,৪৫০ হেক্টরে। লক্ষ্যমাত্রার চেয়ে ৪০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ বেশি হয়েছে।
উপজেলার বড়গুয়াখড়া গ্রামের ভুট্টা চাষি রমজান মোল্লা জানান, বর্ষা শেষে এ এলাকায় কেউ কেউ জমির কাদা মাটিতে ভুট্টা বীজ বপন করেন। কেউ কেউ জমি চাষ করেও ভুট্টার আবাদ করেন। আগাছা অপসারণ, কয়েক দফা সেচ, সার প্রয়োগ ও কর্তনসহ সব মিলিয়ে বিঘাপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মণ। বর্তমান বাজারে প্রতি মণ কাঁচা ভেজা ভুট্টা বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। সে হিসাবে কৃষক বিঘাপ্রতি দশ থেকে পনেরো হাজার টাকা লাভ পাচ্ছেন।
অরেক ভুট্টা চাষি রেজাউল করিম জানান, এবার ২ বিঘা জমিতে ভুট্টার আবাদে খরচ হয়েছে প্রায় ২৪ হাজার টাকা। কাঁচা অবস্থায় তিনি বিঘাপ্রতি ৪৫ মণ হারে ফলন পেয়েছেন।
রামনগর গ্রামের কৃষক বকুল হোসেন এবং বোঁথর গ্রামের কৃষক আব্দুর রশীদ জানান, কৃষক জমিতে বিভিন্ন জাতের ভুট্টা চাষ করেন। পরিচর্যারও তারতম্য হয়। লাভ এবং ফলন জাত নির্বাচন ও পরিচর্যার উপর নির্ভর করে। এবার ভুট্টা চাষ করে কৃষক বিঘাপ্রতি দশ থেকে পনেরো হাজার টাকা লাভ পাচ্ছেন।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, ভুট্টা চাষ সম্প্রসারণে আমরা কাজ করছি। চলতি মৌসুমে চাটমোহরে সাধারণত এন কে-৪০, এস কে-৬৭০২, কাবেরী, কোহিনূর, সানশাইন জাতের ভুট্টা চাষ হয়। মার্চের শেষ থেকে ভুট্টা সংগ্রহ শুরু হয়, আর অক্টোবর-নভেম্বর মাসে ভুট্টার বীজ বপন করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ভালো ফলন হয়েছে। বিঘাপ্রতি ৩৫ থেকে ৪০ মণ হারে ফলন পাওয়া যাচ্ছে। ভুট্টা চাষ করে কৃষক লাভবান হচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা