পঞ্চগড়ের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
- পঞ্চগড় প্রতিনিধি
- ১১ মে ২০২৪, ০০:৩৬
প্রথম ধাপের নির্বাচনে পঞ্চগড়ে তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে ঘোষিত বেসরকারিভাবে পঞ্চগড় সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে এ এস মো: শাহনেওয়াজ প্রধান শুভ। ঘোড়া প্রতীকে শুভ পেয়েছেন ৩১,৫৮৩ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫,৫৫২ ভোট।
তেঁতুলিয়া উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও আওয়ামী লীগ সমর্থক নিজাম উদ্দিন খান। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩৬,৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বহিষ্কৃৃত নেতা সাবেক চেয়ারম্যান মুক্তারুল হক মুকু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১১,৮৬৬ ভোট। বর্তমান চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পঞ্চম হয়ে আনারস প্রতীকে পেয়েছেন ৩,৩৫৮ ভোট।
আটোয়ারীতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান। ঘোড়া প্রতীকে আনিছুর পেয়েছেন ৩০,৭৫৭ ভোট। আর দুজন প্রার্থীর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫,৮৮৭ ভোট।