জামালগঞ্জ বিএনপির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের
আহ্বায়ক বহিষ্কার- সুনামগঞ্জ সংবাদদাতা
- ১১ মে ২০২৪, ০০:৩৬
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী ও জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির অফিসিয়াল প্যাডে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বৃহস্পতিবার বিকেলে নয়া দিগন্তকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে যারা আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের সবারই এমন পরিণতি ভোগ করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা