১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিরোজপুরের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক খান মো: নাসির উদ্দিন

-

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ পিরোজপুর জেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক। গত মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের বিচারক প্যানেল তাকে এ পদে নির্বাচিত করেন।
এর আগে ৩০ এপ্রিল উপজেলা পর্যায়ের বাছাইয়ে তিনি উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত হন। নাসির উদ্দিন ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহেও পিরোজপুর জেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২২ এর উপজেলা পর্যায়ের এবং ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্টের জেলা পর্যায়ের একজন মাস্টার ট্রেইনার।


আরো সংবাদ



premium cement