বাউফলে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা
- ০৯ মে ২০২৪, ০০:০৫
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে র্যালি, আলোচনা সভা ও স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা শেষে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় বস্তু ছিল ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়’। এতে বিপক্ষে অংশ নেয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা বিজয়ী হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সভাপতি এইচ এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম প্রমুখ। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা