১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালী উপজেলা সদর বাজারে নেই গণশৌচাগার

দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা
-

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর বাজারে গণশৌচাগার না থাকায় শহরের ব্যবসায়ী ও জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন। দক্ষিণ উপকূলের প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত কাউখালী বন্দরে সপ্তাহের শুক্র ও সোমবার দু’দিন হাট বসে। এই দু’দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাজারে কেনাবেচা করতে দূর-দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে। হাটের দিন ছাড়াও প্রতিদিন কেনাকাটার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটে এ বন্দরে। সন্ধ্যা নদীর তীর ঘেঁষা কাউখালী বাজার ব্রিটিশ আমল থেকে প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্র।
জানা গেছে, এখানে ধান, চাল, সুপারি, পান, পাটি, মৃৎশিল্প, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারাসহ নানান দেশীয় পণ্যের বাজার বসে। হাটবারে ঢাকা, খুলনা, ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা ও বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এখানে পাইকারি কেনাবেচার উদ্দেশ্যে আসেন। এ বাজারে রয়েছে প্রায় দুই হাজার ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। অত্যাধুনিক সব সরকারি-বেসরকারি সুযোগ সুবিধা থাকলেও কোনো গণশৌচাগার না থাকায় এ বন্দরের ক্রেতা সাধারণ চরম বিপাকে পড়েন।
বন্দর ব্যবসায়ী সমিতির নেতা আবু মাহমুদ ফরিদ ও শোয়েব সিদ্দিকী জানান, আমরা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করেছি। প্রতিকার মিলছে না। এ ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বরাদ্দ পেলে কাউখালী বাজারে প্রয়োজনীয় গণশৌচাগার নির্মাণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সদরের উত্তর ও দক্ষিণ বাজারের বেহাল পাবলিক টয়লেটগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement
এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক

সকল