লাগানোর উদ্যোগ নেই, কাটা হচ্ছে আরো ২ হাজার গাছ
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৮ মে ২০২৪, ০০:০৫
প্রায় দেড় মাস ধরে সারা দেশে যখন তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, যখন বৃষ্টিহীন খরতাপে পুড়ছে দেশের মানুষ, জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির এমন উষ্ণ আচরণের অন্যতম কারণ হিসেবে মাত্রাতিরিক্ত হারে গাছ কেটে ফেলাকে দায়ী করছেন পরিবেশবাদীরা, তখন দেশের বিভিন্ন স্থানে সড়ক প্রশস্তকরণ ও নানাবিধ প্রকল্প বাস্তবায়নের নামে ঢালাওভাবে কেটে ফেলা হচ্ছে বড় বড় গাছ। এর বিপরীতে গাছের চারা রোপণেরও কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। সচেতন মহল ও পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করছেন। তারা মনে করছেন, এ ধরনের বড় বড় গাছ কেটে ফেলা একধরনের আত্মঘাতীমূলক কর্মকাণ্ড ছাড়া কিছু নয়। তারা গাছ কেটে ফেলার আগে প্রতিটি গাছের বিপরীতে অন্ততপক্ষে ১০০টি চারা রোপণের মতপ্রকাশ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা