কুয়াকাটায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১১
- কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
- ০৮ মে ২০২৪, ০০:০৫
কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিশু ও নারীসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে কুয়াকাটার তুলাতলি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে জাহিদুল ইসলাম খান, মনিরুল ইসলাম খান, আবুল বাশার ও সালমানকে বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
এ বিষয় মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছি। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা