চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাসচালকের মৃত্যু
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ০৭ মে ২০২৪, ০০:০৫
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন বাবু (৫২) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সিংহঝুলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোহরাব হোসেন সিংহঝুলী গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন বাসচালক ছিলেন।
সোহরাব হোসেনের ভাতিজা আমিনুল করিম জানান, সোমবার দুপুরে বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। চাচা সোহরাব হোসেন ঘরের ভেতর বসে বিদ্যুৎ লাইন চালু রেখেই লাইনের একটি প্লাগে লোহার ছুরি দিয়ে কাজ করছিলেন। এ সময় সেখানে থাকা মাল্টিপ্লাগের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা