রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
- ০৬ মে ২০২৪, ০০:০৫
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অভিযান চালিয়ে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে উপজেলার নয়ানগর এলাকায় দেওয়ান এন্টারপ্রাইজের গোডাউন থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া এ অভিযান পরিচালনা করেন। জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। অভিযানে র্যাব-১১ এর উপাধিনায়ক মেজর অনাবিল ইমাম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া জানান, অভিযুক্ত দেওয়ান এন্টারপ্রাইজের মালিককে কৃষি বিপণন আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। জব্দ করা মালামাল নিলামের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় রাখা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা