বাবা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ছেলে শ্রেষ্ঠ স্কাউট
- ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
- ০৫ মে ২০২৪, ০০:০৫
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এবার বাবা নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক আর ছেলে হয়েছেন শ্রেষ্ঠ স্কাউট। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এর উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠত্বের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২ ও ৩ মে। এতে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন উপজেলার আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক খান মো: নাসির উদ্দিন। অপর দিকে শিক্ষার্থীদের ভেতর থেকে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয় তার ছেলে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো: শাওনীল সাজিদ।
শিক্ষক নাসির উদ্দিন আরো একটি ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (মাদরাসা) নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, গত বছর ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় নাসির উদ্দিন ও তার মেয়ে নাজিয়া নওরীন উপজেলা ও পিরোজপুর জেলা পর্যায়ে একই সাথে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (মাদরাসা) ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা