বান্দরবানে শিশু আইন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
- আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
- ০৪ মে ২০২৪, ০০:০০
বান্দরবান পার্বত্য জেলায় ‘শিশু আইন-২০১৩’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মশালার উদ্বোধন করেন বান্দরবান জেলা শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা। এতে বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম ও ইউনিসেফের জাস্টিস ফর চিল্ডন প্রকল্পের ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বান্দরবান জেলা শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিনিয়র জুডিশিয়াল মথ্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজমুল হোছাইন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নুরুল হক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা