১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগুনে সর্বস্ব হারিয়ে হতদরিদ্র কৃষক আসলাম এখন দিশেহারা

-

ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে ফেদু মাতুব্বরের পাড়ার নতুন গ্রামের আসলাম শেখের ঘরবাড়ি, গবাদিপশু ও মালামাল আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে হাত ও মুখ দগ্ধ হয়েছে তার স্ত্রী ঝর্ণা বেগমের। সব হারিয়ে এখন নিস্ব হতদরিদ্র কৃষক আসলাম শেখ। রোববার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। তানজিনা (১০), তানিয়া (৭) ও ফাতেমা (দেড় বছর) ছোট ছোট তিন শিশুসন্তান নিয়ে দিশেহারা পরিবারটি।
প্রতিবেশী আসাদ শেখ বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। এরপর দাউ দাউ করে আগুন জ্বলে ছড়িয়ে পড়ে। এতেই পুড়ে মারা যায় দুটি গরু ও একটি ছাগল। আরেকটি গরুর অর্ধেক পুড়ে গেছে। ঘরের বেড়া, মালামাল পুড়ে বিরান হয়ে গেছে ভিটা।
ঈশান গোপালপুর ইউপি মেম্বার মোসলেমউদ্দীন শেখ বলেন, পরিবারটি খুবই গরিব। তবে ইউনিয়ন পরিষদ বা সরকারি অন্য কোনো পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়নি। দরিদ্র এ পরিবারটির পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।


আরো সংবাদ



premium cement